Alexa ফরিদপুরে ডেঙ্গুতে গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

ফরিদপুরে ডেঙ্গুতে গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৫ ১০ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক গ্রাম পুলিশের সদস্য মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মৃত সিদ্দিকুর রহমান মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউপির গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, সোমবার দুপুরে সিদ্দিকুর রহমানকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সকালে তিনি মারা যান।

তিনি আরো জানান, এ পর্যন্ত ২ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৪২ জন। মারা গেছেন আটজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৩০ জন।

ডেইলি বাংলাদেশ/এমআর