Alexa পড়া না পারায় শিশুকে অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

পড়া না পারায় শিশুকে অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:১১ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদরে পড়া না পারায় এক মাদরাসাছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক মোজাম্মেল হক ওই উপজেলার লস্করপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

শনিবার রাতে একই উপজেলার বামকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নির্যাতনের শিকার তানভিন মিয়া লস্করপুর গ্রামের সাহিদ মিয়ার ছেলে।

সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পড়া না পারায় শিশু তানভিনকে অমানবিক নির্যাতন করেন শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় শিশুটির বাবা লিখিত অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষকসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর