Alexa প্রোটিয়াদের জরিমানা

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

প্রোটিয়াদের জরিমানা

 প্রকাশিত: ১৮:২০ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে ছয় ম্যাচ সিরিজের প্রথম ৩ ওয়ানডেতে হারের স্বাদ পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে চতুর্থ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে তারা।

সিরিজ জেতার সুযোগ না থাকলেও দলটির সামনে বাকি দুই ম্যাচ জিতে সিরিজে সমতার সম্ভাবনা তৈরি হয়েছে প্রোটিয়াদের। ব্যাপারটি প্রোটিয়াদের জন্য আনন্দের হলেও তাদের মন খারাপের ঘটনাও ঘটেছে। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দলটির অধিনায়ক আইডেন মার্করামসহ সব খেলোয়াড়কে জরিমানা গুণতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের পর একই কারণে জরিমানা দিয়েছিলেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডু প্লেসিস। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ওপেনার আইডেন মার্করাম।

শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ইনিংসে স্লো ওভার রেটে বোলিং করায় এই জরিমানা করা হয়েছে প্রোটিয়াদের। আইসিসির বিধি অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ হারে জরিমানা দিতে হবে। অধিনায়ককে দিতে হবে দ্বিগুণ।

সবাই অভিযোগ মেনে নেয়ায় কোনো ধরণের শুনানির মুখে পড়তে হয়নি প্রোটিয়াদের ।

ডেইলি বাংলাদেশ/সালি/এমআরকে