Alexa প্রেম করলেও বিয়ের জন্য প্রস্তুত নন তৌসিফ-অহনা 

ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

প্রেম করলেও বিয়ের জন্য প্রস্তুত নন তৌসিফ-অহনা 

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:১০ ৯ অক্টোবর ২০১৯  

অহনা রহমান ও তৌসিফ মাহবুব

অহনা রহমান ও তৌসিফ মাহবুব

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সায়েম আর ফারিয়ার মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধুত্ব যথারীতি রূপ নেয় প্রেমে। পরে পারিবারিক উৎসাহে বিয়েও হয় তাদের। বিয়ের পর শুরু হয় সম্পর্কের জটিলতা। এই জটিলতা তৈরির কারণও আছে। প্রেম করলেও বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না সায়েম-ফারিয়া।

বিয়ে-পরবর্তী সময়ে তাদের মাঝে দেখা দেয় নিজেদের জানার ক্রাইসিস। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘কাপল ক্রাইসিস’। এতে সায়েম ও ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও অহনা রহমান। সম্প্রতি নাটকে শুটিং শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন ইমেল হক।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, নাটকের গল্পটি প্রায় সবারই পরিচিত। আমাদের আশে পাশের এমন গল্প অনেকেরই দেখা। প্রেম ও প্রেম পরবর্তী বিয়ের পর ক্রাইসিসের গল্পটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পর্দায়। একই সঙ্গে কিছু মেসেজ দেয়াও হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

নির্মাতা সুত্রে জানা গেছে, শিগগিরই যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘কাপল ক্রাইসিস’ নাটকটি।

ডেইলি বাংলাদেশ/এনএ