Alexa প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখে ব্লেড মারল বখাটে

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখে ব্লেড মারল বখাটে

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২১ ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ২০:১১ ১৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রীর মুখে ব্লেড মেরে জখম করেছে এক বখাটে। মারাত্মক আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুখরালি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর পরিবার জানায়, তার মেয়েকে একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় বখাটে নাহিদ তাকে প্রায় উত্ত্যক্ত করতো।

বিষয়টি নাহিদের বাবাকে জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত চারদিন আগে ওই ছাত্রীকে ছেলে পক্ষ দেখতে আসে। তাদের পছন্দও হয়। এ ঘটনা জানার পর বখাটে নাহিদ সকালে তাদের বাড়িতে ঢুকে ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে।

পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


ডেইলি বাংলাদেশ/জেএইচ

 

Best Electronics
Best Electronics