Alexa প্রেমিক দেখতে আসবে, হাসপাতালে মেকআপ নিলেন প্রেমিকা

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

প্রেমিক দেখতে আসবে, হাসপাতালে মেকআপ নিলেন প্রেমিকা

সাতরং ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৫৯ ১০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৭:৪২ ১৩ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি থাকা রোগীরা নিজের স্বাস্থ্য শঙ্কা নিয়ে সব সময় ভুগেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এক পা বাড়াতে চান না তারা। তবে ভিয়েতনামের হাসপাতালে অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়েছেন এক তরুণী। এরপর থেকে তিনি তীব্র সমালোচনার শিকার হন।-খবর লুসিস ফিলিপাইন্সের।

ওই সংবাদমাধ্যমে জানানো হয়, ওয়াংমেই নামের তরুণী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে প্রেমিক তাকে হাসপাতালে দেখতে আসছে, এমন খবর পেয়ে মেকআপ শুরু করেন তিনি। পরে সাজের ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে তিনি লিখেন ‘আমার প্রেমিক আমাকে দেখতে আসছে। আর এতেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। ওই ছবির মন্তব্য বক্সে অনেকে তীব্র সমালোচনা করেছেন। আবার অনেকে মনে করেন, ওয়াংমেইয়ের রুগ্ন চেহারা দেখে প্রেমিক দুশ্চিন্তায় পড়তে পারেন। তাই বুদ্ধিমতির মতো তিনি কাজটি করেছেন।

ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তার মুখে লাগানো রয়েছে বেজ মেকআপ। তিনি ব্লাশার, আইব্রো, আইশ্যাডো, আইলাইনার ও নেইল পলিশ ব্যবহার করেছেন। এছাড়া কানে মুক্তার দুলও পরেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/জেএমএস