Alexa প্রেমিকের জন্মদিনে উষ্ণতা ছড়ালেন প্রেমিকা!

ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

প্রেমিকের জন্মদিনে উষ্ণতা ছড়ালেন প্রেমিকা!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৫ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:২৫ ১০ জানুয়ারি ২০১৯

ফারহান আখতার ও শিবানী ডাণ্ডেকর

ফারহান আখতার ও শিবানী ডাণ্ডেকর

ফারহান আখতার ও তার বান্ধবী শিবানী ডাণ্ডেকর কবে বিয়ে করবেন এ নিয়ে চলছে গুঞ্জন। তবে তাদের প্রেমের রসায়ন যে জমে ক্ষীর তা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই ফুটে উঠছে। 

ফারহানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বুধবার দু’জনের একটি ছবি পোস্ট করেন শিবানি। উত্তরে শিবানিকে প্রেম নিবেদন করলেন ফারহান।

এ বছর ৯ জানুয়ারি ৪৫ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। আর প্রেমিকের জন্মদিনে প্রেমিকা শুভেচ্ছা জানাবেন না, এ কখনো হয় নাকি। স্বাভাবিক ভাবেই শিবানী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফারহানের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সেই ছবির উত্তরও দিয়েছেন ফারহান। শিবানীর উদ্দেশে তিনি লিখেছেন, লাভ ইউ শিবানী। এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর মানুষ ফারহানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিবানী-ফারহানের এই ঘনিষ্ঠ ছবি উপভোগ করেছন।

ছবিটি পোস্ট করার তিন ঘণ্টার মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার নেটিজেন লাইক করেছেন এটিতে।

ডেইলি বাংলাদেশ/টিএএস