Alexa প্রেমিকার জন্য ছদ্মবেশ, ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের শিকার

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রেমিকার জন্য ছদ্মবেশ, ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের শিকার

গাইবান্ধা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৮ ৪ আগস্ট ২০১৯  

আটক সিদ্দিক

আটক সিদ্দিক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ডাকুয়া বাজারে শনিবার রাতে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়েছে। 

অভিযুক্ত সিদ্দিক কামারদহ ইউপির বকচর গ্রামের বুলু মাজেমের ছেলে।

ওসি একেএম মেহেদী হাসান জানান, ওই এলাকায়  হঠাৎ করে বোরখা পরিহিত ব্যক্তিকে দেখে কয়েকজন যুবক ছেলে ধরা সন্দেহে তাকে ডাক দেয়। এ সময় সিদ্দিক দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে তাকে ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

তিনি আরো জানান, সিদ্দিক কোন ছেলেধরা নয়। প্রেমিকার সঙ্গে বোরখা পড়ে ছদ্মবেশে সাক্ষাৎ করতে যাওয়ায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মামলা হলে সিদ্দিককে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics