Alexa প্রীতির সঙ্গেই ‘দেবদুলালের বিয়ে’!

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

প্রীতির সঙ্গেই ‘দেবদুলালের বিয়ে’!

 প্রকাশিত: ০৯:৫২ ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৯:৫৩ ১০ ফেব্রুয়ারি ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

দুটি গল্প। একটি দেবদুলাল অন্যটি নয়নতারা। এই দুটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক। নাম ‘দেবদুলালের বিয়ে’। এটি নির্মাণ করেছেন সাঈদ সুমন। এতে দেবদুলাল চরিত্রে তৌকীর আহমেদ আর নয়নতারা হলেন সানজিদা প্রীতি।

নাটকটিতে দেখা যাবে দেবদুলালের সঙ্গে নয়নতারার প্রেম-বিয়ে। সব প্রেমের মতই প্রতিদিনই দেবদুলালের সময় কাটে কাজের ফাঁকে ফাঁকে প্রেমিকা নয়নতারার খোঁজখবর নিতে নিতে। ভবিষ্যৎ সংসার নিয়ে, খুনসুটিতে ভালোই কাটে তাদের সময়। বিয়ের পরিকল্পনা, নতুন বাসা- সবকিছু গুছিয়ে এনে দেবদুলাল যখন প্রতীক্ষায় নয়নতারাকে পাবার আশায় তখন শহরে আসেন যাদব ঘোষ। ঘটনা পরিক্রমায় জানা যায় আরেক গল্প!

অনিমেষ আইচের রচনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন সামিয়া সাইদ, আব্দুল্লাহ রানা, আনিসুল হক বরুণ, শিখা মৌ, শহিদুল্লাহ সবুজসহ অনেকেই।

‘দেবদুলালের বিয়ে’ নাটকটি শিগগির একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।