Alexa ‘প্রিয় বন্ধু’ কালকেউটেকে পাশে নিয়ে শোয় তেরো বছরের কিশোরী

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

‘প্রিয় বন্ধু’ কালকেউটেকে পাশে নিয়ে শোয় তেরো বছরের কিশোরী

 প্রকাশিত: ১০:৪৬ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

তেরো বছরের কাজল খানের বাড়ি উত্তরপ্রদেশের ঘতমপুরে | প্রিয় বন্ধুকে ছেড়ে এক মুহূর্তের জন্যেও থাকতে পারে না এই কিশোরী | একসঙ্গে খেলা করে | এক বিছানায় ঘুমোয় | এমনকী‚ খাওয়ার সময় বন্ধুর মুখে তরকারিও ঢুকিয়ে দেয় কাজল | তার প্রিয় বন্ধু হল একটি কিং কোবরা | কাজলের দিন কাটে বিশ্বের সবথেকে বিষধর সাপ কাল কেউটের সঙ্গে |

কাজলের মা সালমা বানো কিন্তু মেয়ের এই সাপ-দোসর পছন্দ করেন না | একদিন বন্ধুকে কাঁধে জড়িয়ে নিয়ে স্কুলে চলে গিয়েছিল কাজল | ঢোকার অনুমতি পায়নি | তাই‚ সালমা চান না মেয়ে রাতদিন সাপের সঙ্গে থাকুক | কিন্তু ভবী ভোলবার নয় | বিষধর কেউটেই প্রিয় বন্ধু কাজলের | তাকে কাছছাড়া করতে মন চায় না যে একেবারেই !

ডেইলি বাংলাদেশ/এসআর