Alexa ‘প্রিয় বন্ধু’ কালকেউটেকে পাশে নিয়ে শোয় তেরো বছরের কিশোরী

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘প্রিয় বন্ধু’ কালকেউটেকে পাশে নিয়ে শোয় তেরো বছরের কিশোরী

 প্রকাশিত: ১০:৪৬ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

তেরো বছরের কাজল খানের বাড়ি উত্তরপ্রদেশের ঘতমপুরে | প্রিয় বন্ধুকে ছেড়ে এক মুহূর্তের জন্যেও থাকতে পারে না এই কিশোরী | একসঙ্গে খেলা করে | এক বিছানায় ঘুমোয় | এমনকী‚ খাওয়ার সময় বন্ধুর মুখে তরকারিও ঢুকিয়ে দেয় কাজল | তার প্রিয় বন্ধু হল একটি কিং কোবরা | কাজলের দিন কাটে বিশ্বের সবথেকে বিষধর সাপ কাল কেউটের সঙ্গে |

কাজলের মা সালমা বানো কিন্তু মেয়ের এই সাপ-দোসর পছন্দ করেন না | একদিন বন্ধুকে কাঁধে জড়িয়ে নিয়ে স্কুলে চলে গিয়েছিল কাজল | ঢোকার অনুমতি পায়নি | তাই‚ সালমা চান না মেয়ে রাতদিন সাপের সঙ্গে থাকুক | কিন্তু ভবী ভোলবার নয় | বিষধর কেউটেই প্রিয় বন্ধু কাজলের | তাকে কাছছাড়া করতে মন চায় না যে একেবারেই !

ডেইলি বাংলাদেশ/এসআর

Best Electronics
Best Electronics