Alexa প্রিয়ার মত চোখ মেরেছেন রাহুল, কোনটি সেরা? (ভিডিও)

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

প্রিয়ার মত চোখ মেরেছেন রাহুল, কোনটি সেরা? (ভিডিও)

 প্রকাশিত: ১১:৩৮ ২১ জুলাই ২০১৮   আপডেট: ১১:৪৪ ২১ জুলাই ২০১৮

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এবং রাহুল গান্ধী

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এবং রাহুল গান্ধী

চোখের ইশারায় তরুনদের হৃদয় কাঁপিয়েছিলেন মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এবার তারই মতো চোখ মেরে খবরের শিরোনামে এসেছেন কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী।

দুজনের চোখ মারার ভঙ্গি এক হলেও তাদের প্রেক্ষাপট ছিল ভিন্ন। একজন মন্ত্রি সভায় আর একজন রুপালী পর্দায়।

কয়েক মাস আগেই প্রিয়ার মালায়ালাম সিনেমা ‘ওরু আদর লাভ’-এ অভিষেকেই মন কেড়েছিলেন দর্শকদের। এবার তার চোখের ইশারা নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

তখনি নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রের বিশিষ্টদের অডিও-বা ভিডিওর অংশ কেটে এবং প্রিয়ার ভিডিওর সঙ্গে আগে-পরে জুড়ে তৈরি হয়েছিল বহু ক্লিপিংস। সেই তালিকা থেকে তখন বাদ পড়েননি রাহুল গান্ধীও।

এবার রাহুল গান্ধী নিজেই চোখ মারলেন। তাও আবার লোকসভার ভরা অধিবেশনে। অনাস্থা প্রস্তাবের আলোচনার ফাঁকে। সেটা আবার লাইভ সম্প্রচারের সৌজন্যে দেখেছে গোটা ভারত। তারপর থেকেই শুরু চর্চা।

প্রিয়া আর রাহুলের চোখ মারার ছবি জুড়ে তৈরি হচ্ছে নানা কাহিনী। কেউ মজার ছলে, কেউ রীতিমতো সিরিয়াস। কেউ বিচার চাইছেন, মহাকাব্যিক দুই চোখ মারার মধ্যে কোনটা সেরা।

যুবরাজ রাহুল গান্ধীর সেই চোখ মারার ভিডিওটি।

ডেইলি বাংলাদেশ/টিএএস