Alexa প্রিয়াঙ্কার শরীরে তিন পুরুষ!

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

প্রিয়াঙ্কার শরীরে তিন পুরুষ!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১৩:৩২ ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:৩২ ৬ জানুয়ারি ২০১৯

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে পিঁড়িতে বসেন তিনি। তবে প্রাক্তান এ বিশ্ব সুন্দরী ওয়েডিং-এ সাদা রঙের একটি গাউন পরে হাজির হয়েছিলেন। 

এদিকে বিয়ের এতদিন পরে জানা গেলো তার সেই গাউনের রহস্য। কেননা সেই গাউনের এমব্রডারিতে নাকি লিখা ছিল তিন জন পুরুষের নাম।

সম্প্রতি ডিডাইনার রাল্ফ লরেন তার ট্যুইটারে লেখেন, বলিউডের পিগি চপসের ওয়েডিং সেরেমনি ছিল তার জীবনের অন্যতম স্মরণীর এক মুহূর্ত। কেননা তার গাউনে এমব্রডারির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন কনের পছন্দের জিনিস।

সেখানে ডিজাইনার সুতোর কাজের মাধ্যমে ফুটে উঠেছিল হিন্দু নারীদের সবচেয়ে কাঙ্খিত দেবতা শিবের নাম, নিকের নাম এবং প্রিয়াঙ্কার বাবার নাম। এই তিন প্রিয় পুরষের পাশাপাশি মায়ের নামও লেখা ছিল এই গাউনে।

এছাড়া ওয়েডিং কোটে লেখা হয়েছিল ওম নমো শিবায়। ডিজাইনারের দাবি, এই লেখার মাধ্যেমেই সহজেই বোঝা যায় প্রাক্তন সুন্দরীর পছন্দ, শিকড়ের টান।

ডেইলি বাংলাদেশ/টিএএস