Alexa প্রিয়াঙ্কার পথে হাঁটলেন মাধুরী!

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রিয়াঙ্কার পথে হাঁটলেন মাধুরী!

 প্রকাশিত: ১১:১৬ ৬ সেপ্টেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বেশ আগেই তার গানের অ্যালবাম প্রকাশ করেছেন। এবার একই পথে হাঁটলেন মাধুরী দীক্ষিত।

প্রকাশিত হচ্ছে তার প্রথম ইংরেজি গানের অ্যালবাম দ্য ফিল্ম স্টার। তু হ্যায় মেরা গানের মাধ্যমে মাধুরী প্রকাশ করবেন এই ইপি বা এক্সটেনডেড প্লে। এই গানটি মাধুরী উৎসর্গ করেছেন তাঁর ফ্যানদের।

মাধুরী জানিয়েছেন, তার যাত্রার শুরু থেকে সঙ্গে ছিল সঙ্গীত। যে ফ্যানরা জীবনের সব সময়ে তার পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই জীবনের নতুন এই অধ্যায় শুরু করবেন তিনি। আর গান ছাড়া তাদের ভালবাসা জানানোর আর কি উপায় থাকতে পারে!

মাধুরীর এই অ্যালবাম ভারতীয় লোকসঙ্গীত ও পশ্চিমী পপের ফিউশন। তার কথায়, তার এই গান মানুষের অন্তরের কথা বলে। এই অ্যালবাম সকলের ভাল লাগবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics