প্রিয়াঙ্কার এক পোস্টে আয় দুই কোটি টাকা
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৩:০৪ ২৪ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
ব্যক্তিগত জীবনে সুখ থাকুক আর নাই থাকুক টাকার ব্যাপারে সেলেব্রেটিরা যথেষ্ট সুখি। টাকা যেন তাদের পিছুই ছাড়ে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে মিলছে টাকা।
জনপ্রিয়তার ভিত্তিতে সেলেব্রেটিদের ব্যাংক অ্যাকাউন্ডে টাকা দিচ্ছে ইন্সটাগ্রাম। এতে প্রতি পোস্টে প্রায় দুই কোটি টাকা পাচ্ছেন বলিউড-হলিউড-গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
২০১৯ সালের রিচ লিস্ট তালিকা প্রকাশ করেছে ইনস্টাগ্রাম। এতে ভারতের মধ্যে ৫০ মিলিয়ন ফলোয়ার নিয়ে সর্বোচ্চ ১.৯৪ কোটি টাকা আয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সর্বোচ্চ ৫০.৪ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিরাট কোহলির আয় ১.৪০ কোটি টাকা। এরপর রয়েছেন দীপিকা পাড়ুকোন।
ইনস্টাগ্রাম-প্রোমোশনের জন্য পোস্ট পিছে এই টাকা দেয়া হয়। যাদের ফলোয়ার বেশি তারাই বেশি টাকা পাবেন। তবে ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখার ওপর বাড়তি আয়ের সম্ভাবনা বাড়ে।
সূত্র-আনন্দবাজার পত্রিকা
ডেইলি বাংলাদেশ/এমকেএ