Alexa প্রাচ্য ও পাশ্চাত্যে জনপ্রিয়তার পর বাংলাদেশে ‘ফাতমাগুল’

ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০১৯,   আশ্বিন ২৯ ১৪২৬,   ১৪ সফর ১৪৪১

Akash

প্রাচ্য ও পাশ্চাত্যে জনপ্রিয়তার পর বাংলাদেশে ‘ফাতমাগুল’

বিনোদন প্রতিবেদক- ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৩ ১৯ মে ২০১৯   আপডেট: ১৩:০৮ ১৯ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইল্দির। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলের কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবী মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ওর স্বান্তনা শুধু একটাই।

ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে। কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উম্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান। এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি!

এমনকি ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালিও তাকে ফিরিয়ে দেয়, পুড়িয়ে দেয় স্বপ্নীল সংসারের শেষ চিহ্নটুকু। গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হয় অসহায় মেয়েটি। কী ছিলো ফাতমাগুলের অপরাধ? তবে কী নারী হয়ে জন্মানোটাই তার অপরাধ? না কি ফাতমাগুল প্রমাণ করে দেখাবে অপরাধী যত শক্তিশালীই হোক বিচার তার হবেই! 

প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিপুল জনপ্রিয়তা লাভের পর, অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী নারীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক ফাতমাগুল এবার প্রচার হবে বাংলাদেশে। বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির পর্দায় এই সিরিয়ালটির সম্প্রচার শুরু হবে আগামী ২ জুন থেকে। এরপর থেকে শনিবার থেকে শুক্রবার, সপ্তাহে ৭ দিন ফাতমাগুল প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।

একই সঙ্গে দর্শকের বিপুল চাহিদায় আবারো সম্প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক সুলতান সুলেমান। এই সিরিয়ালটিও শনি থেকে শুক্রবার, সপ্তাহে ৭ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

ডেইলি বাংলাদেশ/এনএ