প্রাইভেটকারভর্তি গাঁজা, নারীসহ আটক ২
প্রকাশিত: ১৮:০১ ২৭ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৮:০২ ২৭ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাঁজাভর্তি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন, লক্ষীপুর সদর থানার রাধাপুর জমদ্দার বাড়ির আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন ও কুমিল্লার দেবীদ্বার থানার রসুলপুর মঞ্জুর বাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে কহিনুর বেগম।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১, সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের ব্রাহ্মণখালী এলাকায় ভূইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেক পোস্ট বসানো হয়। এসময় গাজীপুরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য আনা নেয়ার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি র্যাবের হেফাজতে নেয়া হয়েছে।
মেজর মেহেদী আরো জানান, যাত্রী পরিবহনের আড়ালে আটকরা কৌশলে বিপুল পরিমাণ গাঁজা নারায়নগঞ্জ, গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে