Alexa প্রস্তাবিত বাজেটে করের বোঝা বাড়বে: সিপিডি

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রস্তাবিত বাজেটে করের বোঝা বাড়বে: সিপিডি

 প্রকাশিত: ১৪:১৭ ৮ জুন ২০১৮   আপডেট: ১১:০৭ ৯ জুন ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্য পূরণে করের বোঝা বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা পেশকালে বেসরকারি গবেষণা সংস্থাটি একথা জানিয়েছেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়লেও আয়ের বৈষম্য বেড়েছে। বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় রয়েছে। এ বাজেটকে স্থিতাবস্থার বাজেট বলে অবিহিত করা যায়। পুরনো কাঠামো ও পুরনো চিন্তার মধ্যেই বাজেট প্রস্তাব করা হয়েছে।

সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে করপোরেট কর কমানো হয়েছে। এক্ষেত্রে মালিকপক্ষই বেশি লাভবান হবে।

তিনি বলেন, কেনো এ কর কমানো হয়েছে তার পেছনে যৌক্তিক ও প্রশাসনিক কোনো কারণ দেখছি না। ব্যাংকিং খাতে নৈরাজ্যের মধ্যে এ ধরণের করপোরেট কর ছাড় দেয়া ঠিক হয়নি।

সঞ্চয়পত্রের ওপর চাপ কমিয়ে ব্যাংকিং খাতকে চাঙ্গা করা উচিৎ ছিল। কিন্তু এই ঘোষিত বাজেটকে দেখে মনে হচ্ছে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকতে হবে।

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে

Best Electronics
Best Electronics