Alexa প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ৪৮!

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ৪৮!

 প্রকাশিত: ০৮:৫২ ২৭ এপ্রিল ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি অভিনয়শিল্পী তারা। আবারো তাদের একসঙ্গে দেখা যাবে ‘দৃষ্টিকোণ’ নামে নতুন একটি ছবিতে। আগামী ২৭ এপ্রিল এটি মুক্তি পাবে।

মজার ব্যাপার হলো, ৪৮ রানে অপরাজিত হয়ে ক্রিজে ঝোড়ো ইনিংস খেলছে টলিউডের অন্যতম এই সেরা হিট জুটি! হাফসেঞ্চুরি করতে আর মাত্র দুই রান বাকি! অর্থাৎ আর মাত্র দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করলে অভিনয় করলেই তাদের ছবির সংখ্যা দাঁড়াবে ৫০।

হাফসেঞ্চুরি কী হবে? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, হ্যাঁ সেটি তো হবেই। কিন্তু হয়তো সময় লাগবে।

একই প্রশ্নের উত্তরে ঋতু বলেন, এজন্য গুটিগুটি পায়ে এগিয়ে যেতে হবে। কারণ আমরা প্রত্যেক ছবিতে একেকটা দৃষ্টান্ত তৈরি করেছি। পরবর্তী সিনেমাগুলোও এভাবে করতে চাই।

‘নাগপঞ্চমী’ ছবি দিয়ে তারা টলিউডে প্রথম রান শুরু করেছিলেন। যদিও এ ছবির পর কিছুটা সময় তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে ‘অবুঝ মন’ ছবির পর থেকেই যেনো টলিউডে শুরু হয়ে গেলো বুম্বা-ঋতু জুটির রাজত্ব।

এরপর, ‘মনের মানুষ’, ‘শুধু একবার বলো’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো সুপার-ডুপার হিট ছবি উপহার দেন এই রোম্যান্টিক জুটি।

সুরিন্দর ফিল্মসের ব্যানারে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘দৃষ্টিকোণ’-এ প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণি গাঙ্গুলি। ‘দৃষ্টিকোণ’-এর সংগীত পরিচালনা করছেন অনুপম রায়।

‘দৃষ্টিকোণ’ ছবির ট্রেলার:

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics