Alexa প্রযোজকের সঙ্গে নির্মাতার স্ত্রী, সংসার ভাঙে...!

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

প্রযোজকের সঙ্গে নির্মাতার স্ত্রী, সংসার ভাঙে...!

 প্রকাশিত: ১৪:১৯ ২২ মার্চ ২০১৮   আপডেট: ১৪:৫০ ২২ মার্চ ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

অমলা পাল। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তিনি। জানা যায়, নির্মাতা বিজয়কে ভালোবেসে বিয়ে করেছিলেন অমলা। তবে সে প্রেম বেশিদিন যায়নি। ২০১৬ সালে তাদের সংসার ভাঙে। আর সে সময় বিজয়ই অমলাকে ডিভোর্স দেন।

জানা যায়, আগস্ট মাসে তারা দু’জন আলাদা হয়ে যান। সেই সময় তাদের সংসার ভাঙন নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয়। তবে, অমলার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শেষমেশ বিচ্ছেদ ঘটান বিজয়।

বছর দুয়েক পরে সেসব আলোচনা থেমে গেছে। তবে, সম্প্রতি বিজয়ের নতুন বিয়ের খবরে উঠে এসেছে তাদের অতীতের ঘটনাগুলো। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অমলা নাকি এক প্রযোজকের সঙ্গে রাত কাটিয়েছিলেন। আর সেজন্যই বিজয় তাকে ডিভোর্স দিয়েছেন।

অমলা আর ওই প্রযোজকের প্রতি নির্মাতার এমন সন্দেহ অনেক পুরনো। পরবর্তীতে কিছু স্থানীয় গণমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন মুখরোচক খবর ছাপায় বিজয়ের সন্দেহ আরো গাঢ় হয়। পরে তিনি বিচ্ছেদের পথে হাঁটেন।

রূপালি পর্দায় অমলা পালের অভিষেক হয় ২০০৯ সালে। অল্প সময়েই তিনি ব্যাপক আলোচনায় আসেন। সমানতালে তামিল, তেলেগু, মালায়ালম ও কন্নড় ভাষার অনেক ছবিতে অভিনয় করেন।

ডেইলি বাংলাদেশ/জেডআই