Alexa প্রভাসের কৃতজ্ঞতা!

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রভাসের কৃতজ্ঞতা!

 প্রকাশিত: ১১:৩০ ২৯ এপ্রিল ২০১৮  

প্রভাস

প্রভাস

‘বাহুবলী’ ছবিটি মুক্তির পর থেকেই সবাই আগ্রহে দিন গুনছিলো কবে ‘বাহুবলী ২’ মুক্তি পাবে। কিন্তু সব জল্পনা শেষ করে গত বছর ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসের সব রেকর্ডই তার দখলে নিয়ে নেয়।

এদিকে ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি হওয়ার গৌরবও অর্জন করে এটি। গত বছর ঠিক এ সময় চলচ্চিত্র প্রেমীদের কাছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ আলোচনার মূল বিষয় হয়ে পড়ে।

গতকাল ‘বাহুবলী ২’ ছবিটি মুক্তির এক বছর পূর্ণ হলো। ছবিটির মাধ্যমে পুরো ভারতে সেরা সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দক্ষিণী অভিনেতা প্রভাস। ছবির এক বছর পূর্তিতে এর সফলতার জন্য সবাইকে কৃতজ্ঞতাও জানিয়েছেন দক্ষিণী এ অভিনেতা।

সামাজিক মাধ্যমে প্রভাস লিখেন, আমাদের ছবি ‘বাহুবলী ২’ এক বছর পূর্ণ করল। এই দিনটা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। আমার সব ভক্তসহ সবার প্রতি আমার ভালোবাসা রইল।

তিনি আরো লিখেন, আমার এই সুন্দর ও আবেগপূর্ণ যাত্রার অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। রাজামৌলিসহ (ছবির নির্মাতা) পুরো টিমকে আমার অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics