Alexa প্রভার ৯ বছরের সংসারে অন্য পুরুষ!

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

প্রভার ৯ বছরের সংসারে অন্য পুরুষ!

 প্রকাশিত: ১৫:১২ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১০:১৯ ১ আগস্ট ২০১৮

সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা

জনপ্রিয় অভনেত্রী সাদিয়া জাহান প্রভা। একের পর এক বিতর্কে জড়ান এই অভিনেত্রী। বাস্তব জীবনের সে সব বিতর্ককে সঙ্গে নিয়ে এগিয়েও চলেছেন তিনি। এখন পুরোদমে আবারো বিভিন্ন নাটক-টেলিফিল্মে অভিনয়ও করছেন তিনি।

সম্প্রতি প্রভা অভিনয় করেছেন ‘কুয়াশায় ঘেরা’ শীর্ষক একটি নাটকে। গৌতম কৈরীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এতে প্রভার সঙ্গে অভিনয় করেছেন এফএস নাঈম, মাজনুন মিজান, ও শামস সুমন প্রমুখ।

এই নাটকের গল্পটাই এমন যে,  আইরিন ও রেজা তাদের সংসারজীবন শুরু করেছেন আরো নয় বছর আগে থেকে। তারো আগে দুই বছরের প্রেমও করেছেন তারা। সে দীর্ঘ সংসারে এসেছে তাদের মেয়ে নীল।

তবে একটা সময় এসে বেশ টানাপড়েন দেখা দেয় সেই সংসারেও। সম্পর্ক ও দাম্পত্য জীবনেও কিছুদিন আগে যে সুখ ছিল তা এখন আর নেই। কারণ নাটকে আইরিনের জীবনেও ঢুকে যায় অন্য কেউ। এভাবে এগিয়ে যায় বাকি গল্প।

‘কুয়াশায় ঘেরা’ নাটকটিতে প্রভা অভিনয় করেছেন আইরিন ও এফএস নাঈম অভিনয় করেছেন রেজা চরিত্রে। এদিকে, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে প্রভার ‘কুয়াশায় ঘেরা’ নাটকটি।

ডেইলি বাংলাদেশ/জেডআই