Alexa প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করছেন ইশরাত পায়েল

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করছেন ইশরাত পায়েল

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: ১৪:০৪ ২৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:২৫ ২৩ ডিসেম্বর ২০১৮

আজান খানের সঙ্গে  ইশরাত পায়েল

আজান খানের সঙ্গে ইশরাত পায়েল

মডেল উপস্থাপিকা ইশরাত পায়েল নতুন সম্পর্কে জড়িয়েছেন। এরকম খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি আর আড়ালে রাখতে চাননি তিনি। গতকাল রাতে তার নতুন প্রেমিকের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। 

এরপর  বিষয়টি নিয়ে ইশরাত পায়েলের কাছে জানতে চাইলে ডেইলি বাংলাদেশকে এ ঘটনার সতত্যা নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আজান খানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি সত্য। এরই মধ্যে গত সেপ্টেম্বরে আমাদের এনগেজমেন্ট হয়েছে।

পায়েল বলেন, আজান খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গাড়ি (কার) ব্যবসা করেন। মানিকগঞ্জ জেলায় তার গ্রামের বাড়ি। সে একজন ভালো মনের মানুষ। এখন বিয়ের তারিখ নিয়ে আলোচনা চলছে। তবে আসছে গ্রীষ্মের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। বিয়ের অনুষ্ঠান তুর্কিতে বা মেলডিভেসে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পায়েল। গেল সেপ্টেম্বরে সেখানে যান তিনি এবং আজান খানের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। 

ডেইলি বাংলাদেশ/এনএ