Alexa প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:১৫ ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:১৫ ১৪ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণ চেয়ে সোমবার দুপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।    

বিদ্যালয়ের  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, তাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অদক্ষতা, অযোগ্যতা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক তদন্তে তা প্রমাণও হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এরই মধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে। অথচ তিনি তার পদ না ছেড়ে বিদ্যালয়ে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছেন। এতে বিদ্যালয়ের পড়াশোনার মান কমছে। তারা জানান, তারা কোন দুর্নীতিবাজকে শিক্ষক হিসেবে দেখতে চান না। এ অবস্থায় তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।  

সাঁথিয়ার ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান অভিযোগের বিয়ষটি তদন্ত করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অর্থ আত্মসাৎ ও অন্যন্য অভিযোগের সত্যতা  প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে পাবনা জেলা শিক্ষা অফিসারকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেডএম