Alexa প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

প্রধান বিচারপতির এজলাসে টাঙানো হলো বঙ্গবন্ধুর ছবি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:০২ ১ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো হয়েছে। এ আদালত কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচার কাজ চলে।

মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর সময় উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী ও সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

গত ২৯ আগস্ট একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন।

এরপর গত ২৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে সারাদেশের অধস্তন আদালত কক্ষ বা এজলাসে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণ করতে বলা হয়।

ডেইলি বাংলাদেশ/টিএ/এমআরকে/এস