Alexa প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ দেয়া ঠিক হয়নি: অর্থমন্ত্রী

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ দেয়া ঠিক হয়নি: অর্থমন্ত্রী

 প্রকাশিত: ১৩:০৬ ২৩ ডিসেম্বর ২০১৭  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদার জিয়ার উকিল নোটিশ দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগতভাবে তার জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে খালেদা জিয়া পরিবারের সম্পদ রয়েছে এমন অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর এ অভিযোগের পর বিএনপি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে উকিল নোটিশ দেয়। আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ওই উকিল নোটিশ আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics