Alexa প্রথম লঙ্কান হিসেবে হল অব ফেমে মুরালিধরন

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

প্রথম লঙ্কান হিসেবে হল অব ফেমে মুরালিধরন

 প্রকাশিত: ১২:১৪ ৯ জুন ২০১৭  

আইসিসির হল অব ফেমে প্রথমবারের মতো জায়গা পেল শ্রীলঙ্কা। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে এ সম্মানে ভূষিত হলেন লিজেন্ডারি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। বৃহস্পতিবার দ্য ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মধ্যকার ম্যাচের ইনিংস বিরতিতে মুরালিধরনকে হল অব ফেমে অভিষিক্ত করা হয়। তার আগে সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয় আর্থার মরিস, জর্জ লোহম্যান ও কারেন রোলটনকে। প্রথম লঙ্কান হলেও হল অব ফেমে জায়গা পাওয়া ৮৩তম খেলোয়াড় মুরালিধরন। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন স্মারক হিসেবে ৪৫ বছর বয়সী লিজেন্ডকে তুলে দেন একটি ফ্রেমবন্দি ক্যাপ। আইসিসির এ স্বীকৃতির পর উচ্ছ্বসিত মুরালিধরন বলেছেন, ‘এটা বিরাট গর্বের একটি মুহূর্ত। এ পুরস্কার হাতে পেয়ে আমি সম্মানিত। বিশেষ করে শীর্ষে থাকা ক্রিকেটাররা আইসিসির কাছ থেকে এটি পাওয়ার আশা করে। মর্যাদাপূর্ণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় আমাকে অভিষিক্ত করায় এটি আরও স্মরণীয় হয়ে থাকবে।’ সাবেক এ অফস্পিনার ২০১০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে লম্বা ফরম্যাট থেকে বিদায় নেন। ৮০০ উইকেট নিয়ে টেস্টের শীর্ষ বোলার তিনি। পরের বছর ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায় বলেন ওয়ানডেকে। ৫৩৪ উইকেট নিয়ে একদিনের ক্রিকেটেও সবার উপরে সাবেক এ লঙ্কান গ্রেট। সূত্র : এনডিটিভি ডেইলি বাংলাদেশ/আইজেকে