Alexa প্রথম জন্মদিনে ‘জঙ্গল’ উপহার পেল তৈমুর!

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

প্রথম জন্মদিনে ‘জঙ্গল’ উপহার পেল তৈমুর!

 প্রকাশিত: ১১:০৪ ২২ ডিসেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

গত বুধবার দিল্লির পটৌডী প্যালেসে ধুমধাম করে সেলিব্রেট হয়েছে সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর আলি খানের প্রথম জন্মদিন। আদর আর উপহারে ছোটে নবাবকে ভরিয়ে দিয়েছিলেন তার প্রিয়জনেরা।

মুম্বইয়ের রুজুতা দিওয়েকার ছোট নবাবের জন্মদিনে একটি ‘জঙ্গল’ উপহার দিয়েছেন। রুজুতা পেশায় একজন নিউট্রিশনিস্ট। তিনি সেলিব্রেটিদের ডায়েট চার্ট বানান। তার এই অভিনব উপহারের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রুজুতা লিখেছেন, একটি ছোট্ট শিশুর অনেক পাখি, মৌমাছি, প্রজাপতির মধ্যে বড় হওয়া উচিত। সে কারণেই তৈমুরকে জন্মদিনে ছোট্ট একটা জঙ্গল উপহার দিলাম।

মুম্বই সংলগ্ন সোনাভে এলাকায় একটি ছোট্ট অংশ তৈমুরকে উপহার হিসেবে দিয়েছেন রুজুতা। তিনি শেয়ার করেছেন, আমি আশা করছি, তৈমুর যত বড় হবে এর উত্তেজনা অনুভব করতে পারবে।

এক হাজার বর্গফুট এলাকার এই জঙ্গলে প্রায় ১০০টি চারাগাছ রয়েছে। তার মধ্যে ৪০টি কলা গাছ, পাঁচটি আতা গাছ, দু’টি লেবু সমেত বহু ফলের গাছ রয়েছে। পদ্মশ্রী সুভাষ পালেকারের ‘জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং’-এ অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই এলাকা।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics