Alexa প্রথমার্ধে এগিয়ে কাতার

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

প্রথমার্ধে এগিয়ে কাতার

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৫ ১০ অক্টোবর ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার কাতারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ন্যূনতম ব্যবধানে এগিয়ে আছে সফরকারী দল।

সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হয়। কর্দমাক্ত মাঠে শুরু থেকেই অসুবিধায় পড়ে কাতার। তাই নিজেদের পাসিং ফুটবলের বদলে দূরপাল্লা শট নির্ভর খেলা খেলতে থাকে তারা। বাংলাদেশ শুরুতে কিছুটা আক্রমণ হানলেও কোনোটিই জোরালো ছিল না। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় কাতার। ডি-বক্সের জটলা থেকে গোল করেন ইউসুফ। ম্যাচের বাকি সময় আরো কিছু আক্রমণ হানলেও কোনো দলই গোল পায়নি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতার।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর স্বাগতিকরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলা টিভি।  
 

ডেইলি বাংলাদেশ/এসআই