Alexa প্রথমবার ইউএস ওপেনে সেরেনা-শারাপোভা

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

প্রথমবার ইউএস ওপেনে সেরেনা-শারাপোভা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৬:০২ ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৬:১০ ২৪ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টেনিস বিশ্ব প্রথমবার ইউএস ওপেনে দেখতে যাচ্ছে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার লড়াই। ২০১৯ ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা।

২৬ আগস্ট শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম। ৩৭ বছর বয়সী সেরেনা ও ৩২ বছর বয়সী শারাপোভা অন্য তিন গ্র্যান্ড স্লামে মুখোমুখি দাঁড়ালেও এই টুর্নামেন্টে খেলেননি কখনো।

যদিও এই দুই তারকার লড়াইটা হয়ে গেছে একপেশে। প্রতিযোগিতা ও কোর্ট পাল্টালেও জয়ীর বেশে থাকছেন সেরেনাই। শারাপোভার মুখোমুখি হয়ে টানা ১৮ জয় পেয়েছেন তিনি।

শারাপোভার বিপক্ষে সেরেনা সবশেষ খেলেছেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে।

ডেইলি বাংলাদেশ/আরএইচ