Alexa প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ১২৩৯ মেট্রিক টন পেঁয়াজ

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে ১২৩৯ মেট্রিক টন পেঁয়াজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৫ ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৮:৪৬ ৩ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মিয়ানমার থেকে আসা এক হাজার ২৩৯ মেট্রিক টন পেঁয়াজ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। সোমবার বিকেলে ৯৫টি ট্রাক ভর্তি এসব পেঁয়াজ টেকনাফ থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে ছেড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন। তিনি বলেন, স্থলবন্দরে অন্যান্য পণ্য থাকলেও পেঁয়াজের ট্রলার খালাসে প্রধান্য দেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ৯৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক স্থলবন্দর থেকে ছেড়ে গেছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন জানান, সোমবার ১০ ব্যবসায়ীর এক হাজার ২৩৯ দশমিক ৯৭৩ মেট্রিক টন পেঁয়াজ ২১টি ট্রলারে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। চলতি বছরের ডিসেম্বর মাসে দুই দফায় মিয়ানমার থেকে নৌপথে এক হাজার ৫৯৬ দশমিক ৯১৩ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তিনি আরো জানান, ২৯ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এর পরদিন মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০ টন পেঁয়াজ আসে। এরপর থেকে সোমবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৪৭ হাজার ৬৫৬ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ