Alexa প্রকাশ্য রাস্তায় ঘুড়ে বেড়ায় বাঘ, আতঙ্কে এলাকাবাসী!

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

প্রকাশ্য রাস্তায় ঘুড়ে বেড়ায় বাঘ, আতঙ্কে এলাকাবাসী!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪১ ২০ জানুয়ারি ২০২০  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

প্রকাশ্য রাস্তায় বাঘ হাঁটছে। সিসিটিভি ফুটেজে এমন চিত্র ধরা পরল ভারতের হুগলির কোন্নগরে। এই ফুটেজ দেখার পর থেকেই আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

সোমবার সকাল থেকেই বাঘের আতঙ্কে ঘরবন্দি হয়ে গেছেন এলাকাবাসী। তাছাড়া এলাকায় মরা গরুর দেহের অংশ উদ্ধার হয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের একাংশের দাবি, বাঘের আক্রমণেই এই ঘটনা ঘটেছে। এছাড়াও চাষের জমিতে বাঘের পায়ের ছাপ মিলেছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। বাঘের খোঁজ পেতে লাঠি হাতে এলাকায় ঘুরছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রিষড়া বাগখাল এলাকায় একটি মেছোবিড়াল দুর্ঘটনায় মারা যায়। এটির চেহারা দেখে এলাকার বাসিন্দারা বাঘ ভেবে ভুল করেছিলো। কানাইপুরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া জন্তুটি আদৌ বাঘ নাকি বাঘরোল তা নিয়ে এখনো নিশ্চিত নয় এলাকাবাসী।

ডেইলি বাংলাদেশ/ জেএইচএফ