Alexa পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৫ ২০ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে নিজের পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাপকে খাওয়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত আনোয়ার হোসেন নড়াইলের উত্তর সীমান্তবর্তী মাগুরার গঙ্গারামপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

গঙ্গারামপুর গ্রামের পল্লব জানান, আনোয়ার পেশায় একজন সাপুড়ে। বিভিন্ন এলাকার মানুষকে সাপে কাটলে তিনি ঝাড়ফুঁক ও গাছ খাইয়ে সুস্থ করে তুলেছেন। তিনি কয়েকটি সাপ পুষতেন। দুপুরে একটি সাপকে মাছ খাওয়াতে যান। এ সময় সাপটি কামড়  দিলে কিছু গাছ-গাছড়া খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর প্রতিশেধক অ্যান্টিভেনাম না থাকায় বাইর থেকে কিনতে বলা হয়। কিন্তু রোগীর স্বজনরা বিভিন্ন দোকানে ঘুরে অ্যান্টিভেনাম পেলেও বাকি না দেয়ায় তা প্রয়োগ করা সম্ভব হয়নি। পরে রোগীর মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics