Alexa পেট থেকে বেরোলো কয়েন,চাবিসহ ৮০০ গ্রাম জিনিসপত্র!

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

পেট থেকে বেরোলো কয়েন,চাবিসহ ৮০০ গ্রাম জিনিসপত্র!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫২ ১৮ জুন ২০১৯   আপডেট: ১৬:৫৪ ১৮ জুন ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক ব্যক্তি। পেটে এক্স-রে করে অবাক চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর পাকস্থলী থেকে বেরোলো ছিলিম,বৈদ্যুতিক তার, চাবি, কয়েন মিলিয়ে মোট ৮০০ গ্রাম জিনিসপত্র!

ভারতের রাজস্থানের উদয়পুরের এক ব্যক্তির পেট থেকে এসব জিনিসপত্র পাওয়া যায়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি চাবি, কয়েন, পাইপ যা-ই পান, গিলে ফেলেন। দীর্ঘদিন ধরে এমন চলার কারণে তার শরীর খারাপ হতে শুরু করে।

সোমবার পেটের যন্ত্রণায় তিনি কাতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এক্স রে-র পর দ্রুত তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। ৯০ মিনিট ধরে চার চিকিৎসকের একটি দল এ  অস্ত্রোপচারে অংশ নেন।

তার পাকস্থলী থেকে মোট ৮০০ গ্রাম ধাতব জিনিস বার করেছেন চিকিৎসকেরা। প্রচুর কয়েন,ছিলিমসহ নানা ধরণের চাবি, সব মিলিয়ে মোট ৮০ রকমের জিনিস পাওয়া গিয়েছে পাকস্থলী থেকে।

চিকিৎসক ডি কে শর্মা বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন এবং নেশাগ্রস্ত, সমস্ত কিছুই গিলে খাওয়ার অভ্যাস তার রয়েছে। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ তিনি।

ডেইলি বাংলাদেশ/এমএস