Alexa পেঁয়াজ আমদানি বন্ধকে পুঁজি করেছে ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

পেঁয়াজ আমদানি বন্ধকে পুঁজি করেছে ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৬ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি- ডেইলি বাংলাদেশ

ছবি- ডেইলি বাংলাদেশ

ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার বিষয়টিকে পুঁজি করে দামে কারসাজি করছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি বলেন, আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেশে যা মজুদ ছিল সেটা কাজে লাগালে পেঁয়াজের দাম বাড়তো না।

সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি যখন বন্ধ হয় তার কমপক্ষে পাঁচ ছয় দিন পরে ঘাটতি সৃষ্টি হওয়ার কথা। কিন্তু যেটা দেখলাম ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে। এ বিষয়ে এখন আমরা শক্ত অবস্থানে যাব।

তিনি আরো বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে পেঁয়াজের বাজার ও স্টক কতটুকু, কোথায় কীভাবে আছে, সেটা দেখার জন্য দশটি কমিটি করে দিয়েছিলাম। আমি কয়েকদিন বিদেশে ছিলাম, আজকে সকালে এসেছি। আজই এই কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। 

মন্ত্রী বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছে, এ মাসের শেষ নাগাদ ভারত আমাদের পেঁয়াজ দেবার চেষ্টা করবে। তবে আমি যতদূর জানি ভারতের বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। সেখানেও ৬০ থেকে ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এই ভোগান্তি কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন; সাধারণ মানুষদের একটু ধৈর্য ধরতে হবে। হয়তো এ পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু সময় লাগবে। তবে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমাদের মনস্তাত্ত্বিক দূরত্বের পরেও তাদের থেকে পেঁয়াজ নেয়ায় আমাদেরকে দুর্বল মনে করবে কিনা? এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, না এটা ঠিক নয়। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমাদের কিছু ডিলিংস থাকলেও আগে থেকে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো। রোহিঙ্গা ইস্যুতে তো আর সবকিছু থেমে থাকার থাকতে পারেনা।

বাজারে পিঁয়াজের দাম বেশি অথচ আরতগুলোতে পেঁয়াজ পৌঁছে যাচ্ছে, ব্যবসায়ীরা এসব পেঁয়াজ আটকে রেখেছে- এ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এ বিষয়টি নিয়ে আজ বসছি। ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে সে বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএইচ