Alexa পৃথিবীর ভবিষ্যত পানির তলে!

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পৃথিবীর ভবিষ্যত পানির তলে!

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:০১ ১৫ মে ২০১৯   আপডেট: ১২:০৪ ১৫ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরো পৃথিবী একদিন পানির তলায় চেলে যাবে! সমুদ্রের পানির নিচে ঠাঁই হবে এই দুনিয়ার। কল্পবিজ্ঞানের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ওয়াটারওয়ার্ল্ডের মতো শোনাল কথাটা বাস্তবে কিন্তু এমনটাই হতে চলেছে। বৈজ্ঞানিকেরা প্রমাণ পেয়েছেন, পৃথিবীপৃষ্ঠের মাটি ক্রমশ পাতলা হয়ে আসছে। ক্রমাগত ভূমিক্ষয় ও গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে একদিন তা অদৃশ্য হয়ে যেতে পারে।

যদিও আশার আলো বাণী একটাই। এমনটা ঘটতেই পারে, তবে এখনই নয়। দুইশ’ কোটি বছর পর। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ ডাক্তার ব্রুনো ধুইমি ও তার দল প্রায় ১৩ হাজার পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীপৃষ্ঠের ক্ষয়িষ্ণুতার ক্রমবর্ধমান হার লক্ষ্য করেছেন।

তার অনুমান, আজ থেকে তিন বিলিয়ন বছর আগে পৃথিবীপৃষ্ঠের মাটি ঘন ছিল, যা ক্রমশ পাতলা হয়ে আসছে। যার জেরেই আগামী দুই বা তিন বিলিয়ন বছরের মধ্যেই সমস্ত মাটি সরে গিয়ে গোটা মানবজাতি ও উদ্ভিদজগৎ সমুদ্রের পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেইলি বাংলাদেশজেএমএস

Best Electronics
Best Electronics