Alexa পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, আহত ২

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, আহত ২

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৪৬ ৩ আগস্ট ২০১৯  

আটক আবদুস সালাম। ছবি: ডেইলি বাংলাদেশ

আটক আবদুস সালাম। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে শুক্রবার রাতে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় দুইজন আহত হয়েছে। এ ঘটনায় অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন ওই উপজেলার ভাটগ্রাম ইউপির চেচুয়াপাড়ার জামাল হোসেন ও পুটু মিয়া।

চেচুয়াপাড়ার আবদুল হামিদ বলেন, একই গ্রামের শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় থানায় অভিযোগ করায় তাদের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে এক হামলাকারীকে আটক করে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, হামলাকারী আবদুস সালামকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics