Alexa পূজার আগেই পূজা এল নুসরাতের জীবনে, কিন্তু কী ভাবে?

ঢাকা, রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

পূজার আগেই পূজা এল নুসরাতের জীবনে, কিন্তু কী ভাবে?

 প্রকাশিত: ০৯:৩৯ ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১১:২০ ১ সেপ্টেম্বর ২০১৮

নুসরত জাহান

নুসরত জাহান

আর মাত্র কয়েকটা দিন বাকি। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার। কিন্তু পূজা শুরুর আগেই পূজার আমেজ চলে এল অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে। কিন্তু কী ভাবে?

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে নাচের মুডে রয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'পূজোর উত্তেজনা, পূজোর আগেই'। হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘শুট মুড’। 

অর্থাৎ পূজার জন্য কোনো শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। আর সে কারণেই পূজার আগেই পূজার মুডে চলে গেলেন তিনি।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ শেষবার বড়পর্দায় নুসরতকে দেখেছেন দর্শক। তার অভিনীত চরিত্র ‘মেহের’ মন কেড়েছিল দর্শকদের। 

এরপর ‘সেভেন’ নামের একটি হরর থ্রিলারে যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়িকা। সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতায় শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস