Alexa পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৫৫ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:৫৫ ১১ জানুয়ারি ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুলিশ পরিচয়ে চেকিংয়ের নামে মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল ছিনতাই করেছে একটি দল। বৃহস্পতিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের শাহারপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিমে এ ঘটনা ঘটে।

আহত মেহেদীকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেছে স্থানান্তর করা হয়েছে। 

মেহেদী আদমদীঘির শিববাটী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও নওগাঁ সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামে নানাবাড়িতে থাকতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

মেহেদীর নানা বদিউজ্জামন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মেহেদী শিববাটী থেকে মোটরসাইকেল যোগে তার নানাবাড়ি শ্রীপুর গ্রামে যাচ্ছিল। রাত সাড়ে ৭ টায় সে মহাসড়কের চাটখইর নামকস্থানে ৩/৪জনের একটি দল মোটরসাইকেল থামিয়ে পুলিশ পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায়।

মেহেদীর কাছে কাগজপত্র না থাকায় তাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে তারা মোটরসাইকেল চালিয়ে কিছুদূরে নিয়ে মেহেদীর পায়ের ছুরিকাঘাত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। 

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বগুড়া-নওগাঁ মহাসড়কের শাহারপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিমে এই ঘটনাটি ঘটেছে।

ডেইলি বাংলাদেশ/জেএস