Alexa পুলিশ পরিচয়ে বিয়ে, গেলেন কারাগারে

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পুলিশ পরিচয়ে বিয়ে, গেলেন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৬ ২০ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে করতে আসা পুলিশের ভুয়া এএসআইকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। আটক শরিফুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশের এএসআই পরিচয় দিয়ে উপজেলার গজিয়াপাড়া গ্রামের জুলিকে বিয়ের প্রস্তাব দেন শরিফুল ইসলাম। এ প্রস্তাবে রাজি জুলির পরিবার শুক্রবার বিয়ের দিন ধার্য করে। বন্যার কারণে জুলির খালার বাড়ি পৌর এলাকার পান্থাপাড়ায় বিয়ের আয়োজন চলছিল। বিয়ের আগ মুর্হূতে মেয়ের বাবা জানতে পারেন, শরিফুল ইসলাম একজন ভুয়া পুলিশ। সে আগে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে আরো দুটি বিয়ে করে। এরপর মেয়ের বাবার দেয়া খবরে ভুয়া পুলিশকে আটক করা হয়।

তিনি আরো জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে শরিফুল ইসলামসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শরিফুলকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

Best Electronics
Best Electronics