Alexa পুলিশকে চাঁদা না দেয়ায় চালককে মারধর

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

পুলিশকে চাঁদা না দেয়ায় চালককে মারধর

 প্রকাশিত: ১৩:০৯ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৩:০৯ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় শনিবার পুলিশকে চাঁদা না দেয়ায় বকুল নামের এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ক্ষুব্ধ বাস ও ট্রাক শ্রমিকরা চার ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক
নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই পুলিশ সদস্যের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। 
 
আন্দোলনকারী চালকদের অভিযোগ, ট্রাক তল্লাশির নামে চাঁদা দাবি করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর আলম। চাঁদা না দেয়ায় তিনি চালক বকুলকে মারপিট করেন।  এতে তিনি আহত হন। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, সকালের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে পুলিশ তল্লাশি করছিল। এ সময় ট্রাক চালকদেরর সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর অন্যান্য চালকরা সড়ক অবরোধ করে রাখে।

টাঙ্গাইলের এএসপি আহাদুজ্জামান  জানান, ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদি কোনো পুলিশ সদস্য এমন ঘটনা ঘটায় তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর