Alexa পুরস্কার পেলেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তারা

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

পুরস্কার পেলেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তারা

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩১ ২৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর বিভাগের মাসিক আইনশৃঙ্খলা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- পঞ্চগড়ের এসপি মোহাম্মদ ইউসুফ আলী, এএসপি একরামুল হক সরকার, রংপুরের তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী, নীলফামারীর সৈয়দপুর থানার এসআই শাহিদুর রহমান, লালমনিরহাট সদর থানার এসআই নূর আলম সরকার, গাইবান্ধা সদর থানার এসআই ফিরোজ হোসেন, দিনাজপুরের বিরামপুর থানার এএসআই আলমগীর হোসেন, কুড়িগ্রাম ট্রাফিক ইউনিটের জাহিদ সরওয়ার, রংপুরের মিঠাপুকুর থানার এসআই মিজানুর রহমান, ডিবির এসআই মনিরুজ্জামান, কুড়িগ্রামের রৌমারী থানার এসআই আব্দুল মতিন, লালমনিরহাটের আদিতমারী থানার এসআই মিজানুর রহমান, লালমনিরহাট সদর থানার কনস্টেবল জ্যোতিষ কুমার, ইমরান পাঠান, আদিতমারী থানার কনস্টেবল নুরুন্নবী মিয়া, গাইবান্ধার এডিশনাল এসপি মইনুল হক, দিনাজপুরের বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল।

সভায় বিভাগের সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি ইকবাল হোসেন, ঠাকুরগাঁওয়ের এসপি মনিরুজ্জামান, রংপুরের কমান্ড্যান্ট মেহেদুল করিম, রেঞ্জ এসপি মোহাম্মদ এনামুল হক, রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার, লালমনিরহাটের এসপি এস.এম রশিদুল হক, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নীলফামারীর এসপি মুহাম্মদ আশরাফ হোসেন, গাইবান্ধার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের এডিশনাল মাহফুজ্জামান আশরাফ, রংপুর পিবিআই’র এডিশনাল এসপি  আকতার হোসেন, সিআইডি’র এএসপি সরোয়ার কবীর সোহাগ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর