পিরোজপুরে নিরাপদ খাদ্যের প্রচার অভিযান
প্রকাশিত: ১৮:০০, ১৬ এপ্রিল ২০১৮
১৩৮ বার পঠিত

ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরে খাদ্যে ভেজালকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুণ্ডের দাবিতে কমিউনিটি ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে র্যালি হয়েছে।
সোমবার সকালে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা হয়।
উন্নয়ন সংস্থা সুচনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা রহমান হ্যাপীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিসি (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল আকন, কাউন্সিলর মিনারা বেগম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাঈনুল আহসান মুন্না, ডাক দিয়ে যাই সংস্থার সমন্বয়কারী উজ্জল দত্ত, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, উন্নয়ন কর্মী মেহেদী আহসান, শুভংকর চক্রবর্তী খলিলুর রহমান, শেখ আসাদ প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেডএম