Alexa পিকআপ কেড়ে নিল দিনমজুরের প্রাণ

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

পিকআপ কেড়ে নিল দিনমজুরের প্রাণ

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:০৪ ১৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ এলাকায় পিকআপ চাপায় মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন ময়মনসিংহের পাগলা থানার গাবতলী বাজার গ্রামের ওসমান গণির ছেলে। তিনি জৈনা বাজার এলাকায় বাসা ভাড়ায় থেকে দিনমজুরের কাজ করতেন।

এ ঘটনায় পিকআপের চালক তারেক মিয়াকে আটক করেছে পুলিশ। তারেক ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, সন্ধ্যায় জৈনা বাজার এলাকায় ময়মনসিংহ লেনে মহাসড়ক পার হতে গিয়ে একটি পিকআপ মোফাজ্জল হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও চালক থানায় আটক আছেন।

ডেইলি বাংলাদেশ/আরএম