Alexa পিইসি থেকে এইচএসসি পরীক্ষায় আসছে পরিবর্তন

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

পিইসি থেকে এইচএসসি পরীক্ষায় আসছে পরিবর্তন

শিক্ষাঙ্গন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫২ ১৮ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক পরীক্ষা খুবই অল্প সময়ে শেষ করার সিদ্ধান্ত চূড়ান্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পাঠক্রম অনুযায়ী পিইসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত পরীক্ষায় আসছে বেশ কিছু পরিবর্তন।

নতুন শিক্ষা বছর থেকে জেএসসি পরীক্ষা ১৫ দিনে, ৩০ দিনের এসএসসি পরীক্ষা ১০ দিনে আর ৪৫ দিনের এইচএসসি পরীক্ষার সময় কমিয়ে ২৮ দিনে শেষ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

নতুন শিক্ষাবর্ষ থেকে সিলেবাসেও আসছে পরিবর্তন। তবে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না। ক্লাস পারফরম্যান্সসহ বিভিন্ন দিকের বার্ষিক মূল্যায়ন করে কিছু বিষয়ে নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক মু. জিয়াউল হক।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠক্রমসহ বিভিন্ন ধরনের পরিবর্তন কার্যকর করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমকে