Alexa পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থী নিহত

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থী নিহত

 প্রকাশিত: ১৮:৩৮ ২২ জুলাই ২০১৭  

কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঝরনা দেখতে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময আহত হয়েছেন আরো তিনজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাব্বির আলম রিদওয়ান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।আহতদের নাম-পরিচয় জানা যায়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ঝরনা সৃষ্টি হয়। আজ বিকেলে একদল পর্যটক হিমছড়ির ৪নং ব্রিজের পাশে সৃষ্ট ঝরনায় গোসল করতে নামলে হঠাৎ একটি পাহাড়ের মাটির অংশ ধসে পড়ে। এতে চারজন পর্যটক মাটিতে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে সাব্বির আলম রিদওয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেইলি বাংলাদেশ/আরকে