Alexa পাহাড়ি ঢলে ৯ ইসরাইলির মৃত্যু

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

পাহাড়ি ঢলে ৯ ইসরাইলির মৃত্যু

 প্রকাশিত: ১৯:২৯ ২৭ এপ্রিল ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২৫ জন মিলে ঘুরতে গিয়েছিলেন সাগরে। কিন্ত পাহাড়ি ঢলের কবলে পড়ে ইসরাইলে আটারো বছর বয়সী নয় তরুণ তরুণী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে নাহাল যাফিত এলাকায় এ ঘটনা ঘটে। বিবিসির সংবাদ।

ইসরাইলি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ২৫ জনের ভ্রমণপিপাসু দলটি মৃত সাগর এলাকায় (ডেড সি) ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিখোঁজ আছে বলে জানা যায়। বাকি ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দলটির সবাই দেশটির বাধ্যতামূলক প্রাথমিক সেনা প্রশিক্ষণের শিক্ষার্থী ছিল।

অতিরিক্ত ঠা-ায় উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বির শেভা শহরের সরোকা মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, তারা হাঁটতে হাঁটতে মৃতসাগরের কাছাকাছি অবস্থিত যাফিত জলপ্রপাতের একেবারে নিকটে চলে যায়। এ সময় সেখানে আচমকা বন্যার ঢল সৃষ্টি হলে তারা ঘূর্ণির মধ্যে পড়ে যায়।

নিহতদের মধ্যে আটজনই নারী। উদ্ধারকৃতদের একজন জানায়, আমরা নিজেদের উদ্ধার করতে সক্ষম হয়নি, এ সময় পানির ধাক্কায় আমরা নদীতে গিয়ে পড়ি।

এদিকে নিখোঁজ আরেক তরুণীকে উদ্ধারে হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের ডুবুরী কাজ করছে বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ/সালি