Alexa পাহাড়ে থালাইভা

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

পাহাড়ে ‘থালাইভা’

 প্রকাশিত: ১১:১৩ ৬ জুন ২০১৮  

রজনীকান্ত

রজনীকান্ত

পাহাড়ে আসছেন রজনীকান্ত! সবকিছু পরিকল্পনামাফিক চললে বুধবার তার বিমান বাগডোগরার মাটি ছোঁবে। পুলিশ প্রশাসন সূত্রের খবর, সেখান থেকে ‘থালাইভা’ সোজা যাবেন কার্শিয়াংয়ের ডাউহিলে।

ডাউহিলে ১২ জুন অবধি ফরেস্ট রেঞ্জার ট্রেনিং স্কুলে রজনীর নতুন দক্ষিণী ছবির চিত্রগ্রহণ চলবে। ১৩ জুন দার্জিলিং যাওয়ার কথা তার। ইতোমধ্যেই ৬০০ জনের একটি দল পাহাড়ে পৌঁছেছেন। দার্জিলিং পাহাড়ে শুটিং হওয়ার কথা রয়েছে সিংমারির মাউন্ট হারমন স্কুলে।

সেন্ট পলসেও কিছু শুটিং হবে বলে পুলিশ সূত্রের দাবি। জুনের তৃতীয় সপ্তাহে পাহাড়ের কয়েকটি স্কুলে ইউনিট টেস্ট চলে। তাই তখন স্কুলগুলিতে শুটিং সম্ভব নয় বলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। পুলিশের ধারণা, কর্তৃপক্ষ অনুমতি দিলে মাউন্ট হারমন স্কুলে বেশ কয়েকদিন শুটিং হবে।

ছবিটির পরিচালক কার্তিক সুব্বারাজ। তবে ছবির নাম এখনো গোপন রেখেছে শুটিং ইউনিট। ছবিটি একযোগে একাধিক ভাষায় মুক্তি পাবে। কলাকুশলীদের আলোচনায় শোনা গিয়েছে, ছবিতে অভিনয়ের জন্য দার্জিলিং সুনীল শেট্টিসহ আরো কয়েকজনের আসার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড়ের চাপে যাতে কোনোভাবেই বিশৃঙ্খল না হয় সেজন্য এক কিলোমিটার আগেই ব্যারিকেড তৈরির আবেদন করেছে প্রযোজক সংস্থা। সংকীর্ণ রাস্তায় সেক্ষেত্রে যানজটও হতে পারে। এমন পরিস্থিতির সম্ভাবনা মাথায় রেখে পুলিশ শুটিংস্থলের আশপাশে যান চলাচলেও বাড়তি নজরদারি চালাবে বলে জানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics