Alexa পার্বতীপুরে আনসারদের বাছাইকরণ

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

পার্বতীপুরে আনসারদের বাছাইকরণ

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:১৭ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৬:১৭ ২০ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

 

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই ও ব্রিফিং হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা আনসার কর্মকর্তা ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- ফুলবাড়ি উপজেলা আনসার আব্দুর রাজ্জাক প্রামানিক। এসময় আনসার ভিডিপি সদস্যদের যোগ্যতা, শারীরিক গঠন, প্রশিক্ষণে অর্জিত সনদপত্রের ভিত্তিতে নির্বাচন করা হয়।

প্রধান অতিথি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে পূর্বের মতই সাহসিকতার মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।

ডেইলি বাংলাদেশ/আরএম