Alexa পাবনায় ৬ আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

পাবনায় ৬ আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 প্রকাশিত: ১৮:৩৪ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৮:৩৪ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে শুক্রবার মনোনয়নপত্র তুলেছেন ৬ আওয়ামী লীগ প্রার্থী। 

এ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, বর্তমান এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ প্রমুখ।

১৯৭০,১৯৭৩ এবং ১৯৯৬ সালে এ আসন থেকেই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। তবে ২০১৪ সালে অধ্যাপক আবু সাইয়িদ মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তাকে এ আসনে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী হিসেবে দেখা যাচ্ছে।

২০০৮ এবং ২০১৪ সালে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন অ্যাডভোকেট শামসুল হক টুকু। ২০০৮ সালে অ্যাডভোকেট শামসুল হক টুকুর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী। 

এরইপূর্বে এতো সংখ্যক প্রার্থী  মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এবারই প্রথম সাঁথিয়া থেকে তিনজন দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। এরা হলে নিজাম উদ্দীন, ওবায়দুল হক এবং মোশাররফ হোসেন স্কাই। অপর তিনজন বেড়া উপজেলার।

ডেইলি বাংলাদেশ/জেএস