Alexa পাবনায় বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পাবনায় বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২৯ ৯ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় বাসচাপায় জালাল উদ্দিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার দুপুরে উপজেলার বনগ্রাম কিডনি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। জালাল উপজেলার চরপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের কামাল হোসেনের ছেলে ইসরাফুল ও নিজাম উদ্দিনের ছেলে হবিবর রহমান। এর মধ্যে ইসরাফুলের অবস্থা আশঙ্কাজনক।

আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি বাস ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জালাল নিহত হন।

ওসি মনিরুজ্জামান আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসসহ চালককে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর